মাহাবুব আলম তুষার মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে দখলে থাকা সরকারি জমি উদ্ধারে অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন। মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ৫ মাসে দেড় একরের বেশি সরকারি জমি উদ্ধার করা হয়েছে।
সর্বশেষ ১৪ মে মঙ্গলবার আটিগ্রাম ইউনিয়নের ফারির চর এলাকায় অভিযান চালিয়ে উপজেলা প্রাশাসন সরকারি জমি দখল করে গড়ে ওঠা ৭টি আধাপাকা দোকান আগামী এক মাসের মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন। আটিগ্রাম ইউনিয়নের ফারির চর এলাকার বাসিন্দারা জানান, উপজেলার ফারির চর পুরাতন জামে মসজিদের পূর্বপাশে সরকারি রাস্তার জমি এবং রাস্তার পশ্চিম পাশে একটি মসজিদের নামে ওয়াকফাকৃত জমি রয়েছে।
তবে সরকারি রাস্তার জমি দখল করে দোকানপাট গড়ে তোলায় মসজিদের নামে ওয়াকফাকৃত জমির উপর দিয়ে বানানো হয়েছে চলাচলের রাস্তা। তাঁরা জানান, সম্প্রতি রাস্তাটি পাকা করার কাজ শুরু হলে স্থানীয়রা মসজিদের ওয়াকফাকৃত জমি ছেড়ে দিয়ে সরকারি জমির উপর দিয়ে রাস্তা বানানোর দাবি জানান। বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানতে পেরে মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান মানিকগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. জহিরুল আলম, আটিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর-এ-আলম সরকার। ইউএনও স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং সরকারি জমি দখল করে দোকানপাট নির্মাণ করার অভিযোগের সত্যতা পাওয়ায় আগামী ৩০ দিনের মধ্যে অবৈধভাবে গড়ে ওঠা ৭টি দোকান সরিয়ে নেয়ার জন্য দোকানদারদের নির্দেশ দেন। মানিকগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী সাংবাদিকদের বলেন ‘মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধভাবে দখলে থাকা সরকারি জমি উদ্ধারে আমরা অভিযান পরিচালনা করছি।
যোগদানের পর থেকে গত ৫ মাসে ৬টি অভিযান পরিচালনা করে দেড় একরের বেশি সরকারি জমি উদ্ধার করেছি। ফারির চর এলাকায় সরকারি জমিতে গড়ে ওঠা ৭টি আধাপাকা দোকান আগামী এক মাসের মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।