ঢাকাবুধবার , ১৫ মে ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

রংপুর বিভাগের অবৈধ ইটভাটা বন্ধ না করায় ব্যাখ্যা দেওয়ার নির্দেশ

50
admin
মে ১৫, ২০২৪ ৮:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

রংপুর বিভাগের সকল অবৈধ ইটভাটা বন্ধে আদালতের নির্দেশ বাস্তবায়ন না করায় রংপুরের বিভাগীয় কমিশনারকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বুধবার (১৫ মে) এ বিষয়ে আবেদনের শুনানি করে বিচারপতি জে. বি. এম. হাসান এবং বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিষয়টি জানিয়েছেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি বলেন, সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধ চেয়ে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি রিট পিটিশন করলে আদালত রুল জারি করে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেয়। পরবর্তীতে ওই নির্দেশ বাস্তবায়িত না হওয়ায় HRPB একটি আবেদন করলে আদালত রংপুরের বিভাগীয় কমিশনারকে আদালতের আদেশমতো পদক্ষেপ গ্রহণ করে কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল করতে নির্দেশ দেন।

রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকির হোসেন আজ আদালতে কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল করে উল্লেখ করেন যে, রংপুর বিভাগে ৮১২টি অবৈধ ইটভাটা রয়েছে। আদালতের আদেশ অনুসারে ১৮ টি অবৈধ ইটভাটা বন্ধ করা হয়েছে।

শুনানিতে রিটকারীর পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ বলেন, রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, গাইবান্ধার জেলা প্রশাসক ১৫৫টি অবৈধ ইটভাটার মধ্যে একটিও বন্ধ করেননি, কুড়িগ্রামের জেলা প্রশাসক ৮৬টি অবৈধ ইটভাটার মধ্যে ৭টি অবৈধ ইটভাটা বন্ধ করেছেন, দিনাজপুরের জেলা প্রশাসক ১৭৫টি অবৈধ ইটভাটার মধ্যে ১০টি বন্ধ করেছেন, পঞ্চগড়ের জেলা প্রশাসক ২৪টি অবৈধ ইটভাটার মধ্যে একটি অবৈধ ইটভাটা বন্ধ করেছেন।

শুনানিতে তিনি বলেন, বিভাগীয় কমিশনারের রিপোর্ট অনুসারে ৮১২টি অবৈধ ইটভাটার মধ্যে মাত্র ১৮ টি ইটভাটা বন্ধ করা হয়েছে যা আদালতের নির্দেশনা অমান্য করার সামিল। সেই প্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের বিরুদ্ধে আদালতের আদেশ অমান্য করায় ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।

তিনি আরও বলেন, আজ শুনানি শেষে আদালত রংপুরের বিভাগীয় কমিশনারকে আদালতের নির্দেশনার বাস্তবায়নের ব্যর্থতার কারণ আগামী দুই সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে বলেছেন। আদালত আদেশে উল্লেখ করেছেন যে, বিভাগীয় কমিশনার আদালতের আদেশ বাস্তবায়নে অযোগ্যতার পরিচয় দিয়েছেন। আদালত অপর এক আদেশে দুই সপ্তাহের মধ্যে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনা বাস্তবায়নে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত পদক্ষেপ সম্পর্কে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। পরবর্তী শুনানি ৩০ মে নির্ধারণ করা হয়েছে।

রিটে বিবাদীরা হলেন, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবসহ মোট ২১ জন।

আজ HRPB- এর পক্ষে মামলাটি শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। তাকে সহায়তা করেন এডভোকেট সেলিম রেজা। রাষ্ট্রপক্ষে ছিলেন এএজি কালিপদ মৃধা।

 

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।