মাহাবুব আলম তুষার মানিকগঞ্জ প্রতিনিধি
মানব স্বাস্থ্যের জন্য অধিকতর ঝুকিপূর্ণ ও ইট ভাটার অবস্থান, দূষণ সহ বিভিন্ন অনিয়ম থাকার কারনে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৪টি ইটভাটাকে ৪ লক্ষ টাকা জরিমানা করেছে মানিকগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর।
বুধবার (১৫ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিংগাইর উপজেলার ৫টি ইটভাটায় এ অভিযান পরিচালিত হয়।অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কাজী তামজীদ আহমেদ পরিবেশ অধিদপ্তর সূত্র জানা যায়, ইট ভাটার অবস্থান, দূষণ ও প্রভাব ট্র্যাক করার জন্য পরিবেশ অধিদপ্তর কর্তৃক প্রণীত ইটভাটা ট্রেকার পদ্ধতি অনুসরণ করে এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ আইন ২০১৩) এর বিভিন্ন ধারা অমান্যের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সিংগাইর উপজেলার খোলাপাড়া এলাকার মেসার্স আলী আকবর ব্রিকস-৩,বায়রা এলাকার মেসার্স আলী আকবর ব্রিকস-৪,মেসার্স গাড়াদিয়া ব্রিকস,মেসার্স আলী আকবর ব্রিকস-৫ সকলকে ১ লক্ষ টাকা করে মোট ৪ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক ড. মো. ইউসুফ আলী জানান, ইট ভাটার অবস্থান, দূষণ ও প্রভাব ট্র্যাক করার জন্য পরিবেশ অধিদপ্তর কর্তৃক প্রণীত ইটভাটা ট্রেকার পদ্ধতি অনুসরণ করে ৪টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।
এ পদ্ধতিতে অভিযান অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক ড. মো: ইউসুফ আলী, সিনিয়র কেমিস্ট একেএম ছামিউল আলম কুরসি, পরিদর্শক মো: আব্দুর রাজ্জাক ও মো: তানজীর আহমেদ, পরিদর্শক মো: শামসুর রহমান, জেলা পুলিশ ও সিংগাইর ফায়ার সার্ভিসের সদস্যগণ উপস্থিত ছিলেন।