শফিকুল ইসলাম (জুয়েল), বিশেষ প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার বিআরডিবি কার্যালয়ের হলরুমে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি, আর, সারোয়ার। এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্দোগ সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও দারিদ্র্য বিমোচনে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গুরুত্ব এবং খেলাপি ঋণ আদায়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন। এসময় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু বক্কর সিদ্দিক – উপজেলা পর্যায়ে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের পরিচিতি ও এপিএ বাস্তবায়নে উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক নুসরাত ফাতিমা ও ফিল্ড অফিসার আবু হোসেন প্রমুখ। এসময় উপজেলা সমাজসেবা অফিসার কামরুজ্জামান প্রশিক্ষণে কর্মদল ও গ্রাম কমিটি গঠন, দলের সদস্যদের দায়িত্ব কর্তব্য, দলীয় সঞ্চয় ও ঋণের কিস্তি পরিশোধ ব্যবস্থাপনা সম্পর্কে ধারনা প্রদান করেন। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণে ২৫ জন সমাজকর্মী ও গ্রাম কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করে।