ঢাকাবুধবার , ৫ জুন ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

গজারিয়া পরিবেশ দিবসে নানা ধরনের বৃক্ষ পেয়ে উচ্ছাস প্রকাশ করেন উৎসাহী শিক্ষার্থীরা

50
admin
জুন ৫, ২০২৪ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ওসমান গনি, মুন্সীগঞ্জে জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গজারিয়া উপজেলায় একযোগে ১৫ হাজার গাছের চারা রোপন ও বিতরণ কর্মসূচি পালিত হয়েছে গজারিয়া উপজেলার গজারিয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের উচ্চ বিদ্যালয় মাঠে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার। এসময় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফল-ফুল ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পরে উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয় আঙিনা ও সড়কের পাশে একযোগে বৃক্ষ রোপনে অংশ নেয় সবাই।

এসময় নানা ধরনের বৃক্ষ পেয়ে উচ্ছাস প্রকাশ করেন উৎসাহী শিক্ষার্থীরা গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার জানায়, পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনকাল (২০২৪০ দিন) স্মরণে সমগ্র জেলায় ১ লক্ষ ৪১ হাজার ৬৮০টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হবে। বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি সম্মান স্বরূপ এবং সাম্প্রতিক সময়ের দাবদাহ থেকে পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলায় পরিবেশ দিবসে একযোগে ৩৫ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে।

তিনি আরো বলেন, এরই অংশ হিসেবে জেলা প্রশাসকের নির্দেশনায় গজারিয়া উপজেলার ১৫০০০ গাছ রোপণ কার্যক্রমে আজ ৮ টি ইউনিয়নে উৎসবমূখর পরিবেশে ৮০০০ টি বৃক্ষ রোপণ করা হয়েছে। আসুন সকলে গাছ লাগাই, বৃক্ষরোপণ আন্দোলন গড়ে তুলি এবং আমাদের ধরিত্রিকে বাঁচাতে অবদান রাখি।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।