ঢাকাবুধবার , ৫ জুন ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীর জলঢাকায় ১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার 

50
admin
জুন ৫, ২০২৪ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম (জুয়েল), বিশেষ প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকায় ১০০ (একশত) বোতল ফেনসিডিল ও একটি চার্জার অটো ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।আজ বুধবার ভোরে পৌরসভার বগুলাগাড়ি মৌজাস্থ জনৈক মোহাম্মদ সামসুজ্জামান সামুর ভুট্টা ভাঙ্গা মিলের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকৃত ব্যক্তিদ্বয় হলেন লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পূর্ব সারডুবির মোঃ নাজির হোসেন এর ছেলে সবুজ ইসলাম (২৮) ও একই এলাকার আব্দুল আজিজ ইসলামের ছেলে ফারুক ইসলাম (২৫)।

থানা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ পুলিশি চেকপোস্টের মাধ্যমে জলঢাকা হতে রংপুর গামী পাকা রাস্তার উপর চার্জার অটো ভ্যান এর পিছনের সিটের নিচে বিশেষভাবে তৈরি বক্সের ভিতরে ১০০ (একশত) বোতল ফেনসিডিল সহ হাতেনাতে তাদের আটক করা হয়। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত চার্জার অটো ভ্যানটি জব্দ করা হয়। যাহার মূল্য অনুমান ১,০০০০০ (এক লক্ষ) টাকা।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মজুমদার জানান,গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(১) সারণির ১৩(গ)/ ৩৬(১) সারণির ১৪(গ) রুজু করা হয়।মাদক মুক্ত করতে মাদকবিরোধী অভিযান জলঢাকায় অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।