আব্দুর রাজ্জাক স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের মো: আমিদরুল ইসলামের মেয়ে মোছা : আলো মনি (১৬) ১৬ জুন সোমবার দুপুর ২ টার দিকে নিজ বাড়িতে গলায় ওরনা দিয়ে সিলিং ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলে থাকতে দেখে বাড়ির লোকজন।
পরে তাৎক্ষণিক ভাবে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা ও স্থানীয় জনগণ বলেন রাত পোহালে ঈদুল আজহা। নিহত আলো মনির বাবা একজন গরীব অসহায় ও একজন কৃষক।কৃষক হওয়ায় মেয়ে আলো মনির ঈদের চাওয়া পাওয়া পূরণ করতে পারেনি।
তাই বাবা মায়ের উপরে অভিমান করে আত্মহত্যা করেছে। নিহত আলো মনি জয়মনিহাট মহিউদ্দিন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। জয়মনিরহাট মহিউদ্দিন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফজলুল হক ঘটনার বিষয়ে বলেন আমি কিছু জানি না আপনার কাছেই শুনলাম।
উক্ত ওয়াডের ইউপি সদস্য মো: সোরাব হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করেন । ভূরুঙ্গামারী থানার তদন্ত অফিসার আব্দুলাহ আল মামুন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন বাবা মায়ের উপরে অভিমান করে রুমের সিলিং ফ্যান এর সাথে গলায় ওরনা দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।