সৈয়দ তরিকুল ইসলাম মিলন, রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীতে নিজ ট্রাক্টর চাপায় চালকের মৃত্যু হয়েছে।রাজবাড়ী সদর উপজেলার বাঘিয়া মাশালিয়া এলাকায় নিজের ট্রাক্টর উল্টে নীচে চাপা পরেন শাহীন মিয়া (৩৬) নামে এক চালকের মৃত্যু হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গা হাতিমোহন গ্রামের সাত্তার মিয়ার ছেলে।বুধবার (২৪ জানুয়ারি ২০২৪) সন্ধ্যা ৬ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বাঘিয়া মাশালিয়া নামক স্থানে ট্রাক্টর উল্টে পাশের পুকুরে পরে তার নীচে চাপা পরেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ির চালক শাহীন মিয়া খালি ট্রাক্টর নিয়ে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের মাশালিয়া হয়ে মূলঘর যাওয়ার পথে বাঘিয়া মাশালিয়া গ্রামের ধীরেন্দ্রনাথের পুকুরে গাড়ির নিচে চাপা পরলে। স্থানীয় লোকজন আধাঘণ্টা চেষ্টা করে তাক উদ্ধার করে। দ্রুত ফরিদপুরের মধুখালী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকতাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ, মোঃ ইফতেখারুল আলম প্রধান বলেন, এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।