আসলাম খান কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ
কাউনিয়ায় প্রতারণা করে স্বামীর টাকা নিয়ে স্ত্রী জাহানারা বেগম (৪০) উধাও হওয়ায় অত:পর তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন স্বামী মোখলেছুর রহমান।
যার মামলা নং সি আর -১১৮/২৪ কাউনিয়া উপজেলার হলদী বাড়ী গ্রামের মৃত্যু কপিল উদ্দিনের পুত্র ফল ব্যবসায়ী মোখলেছুর রহমান জানান কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের কাঁটাখিলিপাড় গ্রামের মৃত্যু আব্দুর রহমানের কন্যা মোছা: জাহানারা বেগমের সাথে প্রায় ৩০ বছর আগে ইসলামী শরিয়ত মোতাবেক পারিবারিক ভাবে বিয়ে হয় দুজনের।
তাদের ঘরে এক পুত্র ও এক কন্যা সন্তানও রয়েছে। ইতিমধ্যে পুত্র ও কন্যার বিয়ে হয়ে গেছে। তার স্ত্রী জাহানারা বেগম বাপের বাড়ির কথা শুনে সংসারে অশান্তির সৃষ্টি করে এবং তাদের পরামর্শে চলাফেরা করিত। ঘটনার দিন ২০-০৭-২৪ ইং তারিখে মোখলেছুর রহমান ব্যবসায়িক কাজে বাহিরে যাওয়ায় তার স্ত্রী বাড়ির কাঠের বাক্স খুলে ব্যবসায়িক ১ লক্ষ্য ১৫ হাজার টাকা নিয়ে স্ত্রী জাহানারা বেগম উধাও হয়ে বাপের বাড়িতে চলে যায়। স্বামী মোখলেছুর রহমান বাড়িতে এসে বাক্সের তালা ভাঙ্গা ও রক্ষিত টাকা দেখতে না পেয়ে স্ত্রী কে মোবাইল করেন স্ত্রী সকল কথা স্বীকার করেন।
মোবাইলে স্ত্রী কে বাড়িতে আসতে বলে। স্ত্রী তার স্বামী কে জানান সে তাকে নিতে গেলে তাকে জানে মেরে ফেলার হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। সে আর স্বামীর সংসার করবে না বলে জানিয়ে দেয়। হঠাৎ করে গত ০৮-০৬-২৪ইং তারিখে স্ত্রী জাহানারা বেগম স্বামী মোখলেছুর রহমান কে এক তরফা তালাক দেন। স্ত্রী ও পরিবারের লোকজনের মোবাইলে হুমকির কারণে নিরাপত্তা হীনতায় ভূগছে স্বামী।
এঘটনায় স্ত্রী জাহানারা বেগম (৪০) ভাই দুলাল মিয়া (৪৫) শ্বাশুড়ি রাবেয়া বেগম (৬৫) আমিনুল ইসলাম (৩৫) ও এলাচি বেগম (৪৮) কে আসামি করে স্বামী থানায় একটি অভিযোগ করেছে এবং বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে সুবিচার কামনা করেছে। এ বিষয়ে জানতে জাহানারা বেগম কে মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেনি। তাই তার মন্তব্য পাওয়া যায়নি।