“নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” স্লোগানে দিনাজপুরের খানসামায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের জয়িতা সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা শেষে ৫ জন জয়িতাকে সম্মাননা স্মারক, সনদ ও ফুল উপহার দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ নজমুল হক, দিনাজপুর জেলা জর্জকোর্টে সিনিয়র আইনজীবী মীর ইউসুফ আলী। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ প্রমূখ।
পুরষ্কার প্রাপ্তরা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী কাচিনিয়া গ্রামের নারী রশিদা বেগম, শিক্ষা ও চাকুরীতে সাফল্য অর্জনকারী হাসিমপুর গ্রামের নারী সাবিয়া খাতুন, সফল জননী গোয়ালডিহি গ্রামের আকলিমা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা পাকেরহাট গ্রামের মোছা. রিনা ও সমাজ উন্নয়নে অবদান রাখায় ছাতিয়নগড় গ্রামের শ্রীমতি মুক্তি রানী রায়।