ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার উদ্যোগে সম্প্রীতির ঐক্যতানে গাহি সাম্যের গান- এই স্লোগানে সকল ধর্মালম্বীদের নিয়ে সম্প্রীতি র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও জেলার হরিপুর থানা পুলিশের আয়োজনে ৩০ ডিসেম্বর সোমবার সকাল ১১টায়, থানা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হরিপুর উপজেলা পরিষদ গিয়ে শেষ হয়।
সে খানে হরিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়ার সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে বক্তব্য দেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, হরিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের, মাওলানা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা নগেন পাল, পাহিলট মাথনী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইন্সপেক্টর (তদন্ত) শরিফুল ইসলাম।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।