সর্বক্ষণিক চিকিৎসক না থাকা, পরীক্ষায় অতিরিক্ত টাকা নেওয়াসহ নানা অভিযোগে সুনামগঞ্জের দোয়ারাবাজারে তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়। আজ মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত দোয়ারাবাজারে এ অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু। অবৈধ সাদিক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার কে চিকিৎসক ছাড়া আল্ট্রাসনোগ্রাম পরীক্ষার প্রমাণ পাওয়ায় ,এছাড়াও আবাসিক ভবনের ভিতরে ল্যাবরেটরি খুলে ব্যবসা করার অপরাধ এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্স পাওয়ায় বন্ধ করে সিলগালা করা হয়।
ভোক্তা অধিকার আইন এবং Medical Practice and Clincs and Laboratories Regulation Ordinance 1982 বিধিতে ৬০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। লাইফএইড ডায়াগনস্টিক সেন্টারে প্রয়োজনীয় কাগজপত্র লাইসেন্স না থাকায় ৫০ ও মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স মেয়াদ উত্তির্ন থাকা ৩০হাজার, সর্বক্ষণিক চিকিৎসক না থাকা, পরীক্ষা অতিরিক্ত টাকা নেওয়া ও ভোক্তার সঙ্গে প্রতারণার করার অভিযোগে তাদের এ জরিমানা করা হয়।
এ ছাড়া ভোক্তার সঙ্গে প্রতারণা, লাইসেন্সের মেয়াদ না থাকায় এ ছাড়া বিভিন্ন পরীক্ষায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ায় , এসব তথ্য নিশ্চিত করে সুনামগঞ্জ সিভিল সার্জনের প্রতিনিধি ডা.আবু সালেহীন বলেন,‘মানুষ যাতে সঠিক স্বাস্থ্য সেবা পায়, এটি নিশ্চিত করার দায়িত্ব আমাদের। আমরা সে লক্ষে কাজ করছি।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে যৌথ অভিযানে মাঠে নেমেছি। এমবিবিএস চিকিৎসক ছাড়া আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা করা বেআইনী। আবাসিক ফ্লোরে ডায়াগনস্টিক সেন্টার খোলা বেআইনী। আজ তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।