ঢাকারবিবার , ১২ জানুয়ারি ২০২৫
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে জেলবন্দি বিডিআর সদস্যদের পরিবারের মানববন্ধন

50
মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও
জানুয়ারি ১২, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে ৩ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলবন্দি বিডিআরদের পরিবারের সদস্যরা। ১২ জানুয়ারী রোববার বেলা ১২ টার দিকে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দাবিগুলো হলো- ২০০৯ সালের ২৬ ও ২৬ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্রের শিকার পিলখানা সহ সারাদেশে চাকুরিচ্যুত সকল বিডিআর সদস্যের পরিবারকে পুনর্বাসন পূর্বক চাকুরিতে পুনর্বহাল। ১৬ বছর যাবৎ জেলবন্দি সকল নির্দোষ বিডিআর সদস্যদের জেল হতে মুক্তি। স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডের সত্য উৎঘাটন ও অপরাধীদের শাস্তি নিশ্চিতকরণ।

বিডিআরের চাকরি থেকে অবসর গ্রহণের আর মাত্র তিন মাস বাকি ছিলো আমার বাবার। আমি তখন পঞ্চম শ্রেণিতে পড়ি। এখন আমি ২ সন্তানের জননী। দীর্ঘ ১৬ বছর যাবত বাবার জন্য অপেক্ষা করছি। কি দোষ ছিলো আমার বাবার। আমার বাবা মিথ্যা স্বাক্ষী দেয়নি বলেই কি জেলে তাকে আটকে রাখা হয়েছে।

মিথ্যা রাজস্বাক্ষী না দেয়ায় কি ছিলো তার অপরাধ? আমি স্বাধীন তদন্ত কমিশনকে বলবো যেন দ্রুত আমার বাবা সহ নির্দোষ সকল বিডিআরকে মুক্তি দেয়া হয়৷ অশ্রুসিক্ত চোখে মানববন্ধনে দাড়িয়ে কথাগুলো বলছিলেন জেলবন্দি বিডিআর সদস্য আক্তার আলীর কন্যা আফরিন আক্তার। একই মানববন্ধনে কাঁদছেন অন্য একবৃদ্ধা। ডুকরে ডুকরে কেঁদে বলছে আমার সন্তান জয়দেব বিডিআরের মুক্তি চাই। তার চাকরি ফেরত চাই।

মানবন্ধনে একজনকে বলতে শোনা যায়, আমি চন্দন বিডিআরের বোন মুক্তি রানী বলছি ভাই। আমার ভাইটাকে কবে ফেরত পাবো। আমার ভাইয়ের ছেলে শ্রাবণ বুঝ হবার পর থেকে বাবাকে খুঁজছে। কেন তাদের ছেড়ে দেয়া হচ্ছে না। তাদের নিয়ে কি নতুন ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা খুব আশা নিয়ে আছি ফ্যাসিস্ট সরকার চলে যাবার পর তাদের নিঃশর্ত মুক্তি দেবে। এ সময় দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি আসে মানববন্ধন থেকে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।