টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার প্রতিবাদে ধনবাড়ী উপজেলার জনগণ সকাল এগারোটায় ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন পালন করে । মানববন্ধনে এলাকাবাসী বলেন একটি কুচক্রী মহল সাম্প্রতিক সময়ে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালি এবং আধিপত্য বিস্তার থেকে বাঁধা প্রাপ্ত হয়ে উপজেলা স্বাস্থ্য অফিসারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে ।
বক্তব্যে এলাকাবাসী জানান বর্তমান উপজেলা স্বাস্থ্য অফিসার ডাঃ ফাহমিদা লস্কর যোগদানের পরপরই ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে দালালরা বিতাড়িত হয়েছে। অবৈধ ক্লিনিক বাণিজ্য কোণঠাসা হয়ে পড়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অবৈধ সুযোগ সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে স্বাস্থ্য অফিসার এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে।
মানববন্ধন চলাকালে ধনবাড়ী রূপশান্তির বাসিন্দা ইব্রাহিম খলিল বলেন,’ আমি এই এলাকার স্থানীয় বাসিন্দা হিসেবে দেখতেছি বর্তমান উপজেলা স্বাস্থ্য অফিসার ডাঃ ফাহমিদা লস্কর এখানে যোগদানের পরপরই এই হাসপাতালের চেহারা পাল্টে গেছে।
এখানে দালালদের আনাগোনা কমে গেছে। চিকিৎসা ক্ষেত্রে গতিশীলতা এসেছে। হাসপাতালে পর্যাপ্ত ঔষধ আছে। এখানে রোগীদের খাবারের মান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। এই সব কারণে যাদের স্বার্থে আঘাত লেগেছে তারাই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে। আমি স্হানীয় বাসিন্দা হিসেবে এর তীব্র নিন্দা জানাই ‘। মানববন্ধনে আসা চরভাতকুড়ার বাসিন্দা সাইফুল ইসলাম সজীব বলেন,’ ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন ভালো পরিবেশ বিরাজ করছে। কোন রকম দালাল, ঔষধ কোম্পানীর লোক এখানে ভীড় করতে পারে না।
চিকিৎসক ,ঔষধ এবং পরীক্ষা নিরীক্ষার পর্যাপ্ত সুযোগ-সুবিধা রয়েছে। রোগীদেরকে উন্নত মানের খাবার দেওয়া হয় । দিনরাত ২৪ ঘন্টা চিকিৎসা সেবা পাওয়া যায়। এসব কারণে কিছু কুচক্রী মহল তাদের স্বার্থ হাসিল করতে ব্যর্থ হচ্ছে। কিছু ক্লিনিক মালিক অবৈধ ব্যবসা করতে না পারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণায় নেমেছে । আমরা এলাকাবাসী এর তীব্র প্রতিবাদ করছি ‘।
এসময় আরও বক্তব্য রাখেন ধনবাড়ীর বিশিষ্ট সমাজসেবক হাফেজ খায়রুল ইসলাম মুন্সি, বিশিষ্ট সংগঠক কামরুল হাসান মাসুদ, ওয়ার্ড বিএনপির নেতা আবু ইউসুফ প্রমুখ।