ফরিদপুরের সদরপুর উপজেলায় গত ১৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হলো চন্দ্রপুরীর দরবার শরীফের বার্ষিক ওরস শরীফ ।
এই বার্ষিক ওরস শরীফে বাংলাদেশের বিভিন্ন জেলা ইউনেন পর্যায় থেকে ভক্তবৃন্দের আগমনে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে এ দরবার শরীফ। দরবার শরীফের এক ভক্ত কামাল হোসেন জানান, গত বছরের তুলনায় এবারের ওরস মোবারক এ ভক্তবৃন্দের সংখ্যা অনেক বেড়েছে। ওরস মোবারক চলাকালীন সময়ে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকে আমাদের সার্বিক সহযোগিতা করছেন সদরপুর থানা পুলিশ ।
চন্দ্রপুরীর দরবার শরীফের ভক্তবৃন্দরা ওরশ শেষে আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান।
এ ব্যাপারে সদরপুর থানার ওসি বলেন, চন্দ্রপুরী ওরস শরীফে বিপুল পরিমাণ (প্রায় তিন লক্ষ) ভক্তবৃন্দের আগমনে যাতে কোনো রকম আইন-শৃঙ্খলা বিঘ্ন না ঘটে সেই জন্য পুলিশের একটি দল সেখানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে। যেকোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে সদরপুর থানা পুলিশ রাত দিন ২৪ ঘন্টা কাজ করেছে।