দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জানুয়ারী ২০২৫ তারিখ সময় দুপুর ১৩.৪৫ ঘটিকায় দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন বালুয়াডাঙ্গা কাঞ্চন ব্রীজ এলাকায় (বাইতুল ইজ্জত জামে মসজিদের পার্শ্বে) দিনাজপুর সদর টু বিরল গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামীদ্বয়ের দেহ এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশী করে সর্বমোট ২০৯৯ পিস নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। ঘটনার সহিত জড়িত আসামী ১। মোঃ আমির হোসেন (২৮), পিতা- মোঃ আইনুল হক, সাং- দক্ষিণ বালুবাড়ী (ফুলবাড়ী বাসস্ট্যান্ড), ওয়ার্ড নং-০৮, ২। মোঃ সহিদুল ইসলাম (২৬), পিতা- মৃত আব্দুর রশিদ, সাং- পশ্চিম বালুয়াডাঙ্গা, ১১নং ওয়ার্ড, উভয় দিনাজপুর পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুরদ্বয়কে ঘটনাস্থল হতে হাতে নাতে গ্রেফতার করা হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।