ঢাকাসোমবার , ২০ জানুয়ারি ২০২৫
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

ধনবাড়ীতে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত

50
ইমাম হাসান সোহান, সিনিয়র রিপোর্টার
জানুয়ারি ২০, ২০২৫ ৮:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই “এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সোমবার (২০ জানুয়ারী) তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে । ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে তরুণ তরুণীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি ধনবাড়ী উপজেলা পরিষদ চত্বরে সকাল ১০টায় শুরু হয়।

মোঃ সাকিব হোসেন এবং মোঃ সনেট এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি সকল দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

ধনবাড়ী সরকারি কলেজ, আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজ, মুশুদ্দি রেজিয়া কলেজ, নরিল্যা কলেজ, সরকারি ধনবাড়ী নওয়াব ইনিস্টিটিউশন, ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুল, সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুল, নরিল্যা পাবলিক উচ্চ বিদ্যালয়, ভাইঘাট উচ্চ বিদ্যালয়, বানিয়াজান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়,পাইস্কা উচ্চ বিদ্যালয় ও মমতাজ আলী উচ্চ বিদ্যালয় ধনবাড়ী উপজেলা পরিষদ চত্বরে স্টল বরাদ্দ নিয়ে ছাত্রছাত্রীদের নিজস্ব উদ্ভাবিত বিজ্ঞান ও প্রযুক্তির কর্ম প্রদর্শন করে ।

পিঠা উৎসব, হস্তশিল্প প্রদর্শনী, মৃত্তিকা মেলা,পাটপণ্য প্রদর্শনী, বই উৎসব, ফ্রি মেডিকেল ক্যাম্প,যুব সমাবেশ, ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প, কৃষি প্রযুক্তি ও উদ্যোক্তা মেলা নামে বেশ কয়েকটি স্টল বরাদ্দ নিয়ে তরুণ তরুণীরা অংশগ্রহণ করে। মুশুদ্দি, বানিয়াজান, যদুনাথপুর ,পাইস্কা,ধোপাখালী,বীরতারা ও বলিভদ্র ইউনিয়নের ছাত্র-ছাত্রী এবং ধনবাড়ী পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা তারুণ্যের ভাবনা প্রকাশ করতে তারুণ্যের উৎসব ২০২৫ এ অংশগ্রহণ করে ।

দিনব্যাপী এই অনুষ্ঠানে নানান খেলা ও প্রতিযোগিতামূলক কর্মকান্ড চলে। ধনবাড়ী ফারায় সার্ভিস অনুষ্ঠানে অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করে। একটি উৎসবমুখর পরিবেশে ধনবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গনে ধনবাড়ী উপজেলার সর্বস্তরের জনগণের সুন্দর একটা দিন অতিবাহিত হয় ।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।