মোঃ রিপন শেখ, ভাংগা, ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের গোপন সংবাদের ভিত্তিতে ৩ জানুয়ারি বুধবার গভীর রাঁত আনুমান ৩ টার দিকে বাবলাতলা বাসস্টান্ড অভিযান চালিয়ে সাদা প্লাস্টিকের বস্তায় মোড়ানো মধ্যে ( ৫৩) কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন জেলা র্যাব-১০।
র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর সূএে জানা যায়,যায় বাজার আনুমানিক ১৫,৯০,০০০/- (পনের লক্ষ নব্বই হাজার) টাকা মূল্যমানের রয়েছে।এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও নগদ- ২,১৫০/- (দুই হাজার একশত পঞ্চাশ) টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির হলেন,ভাঙ্গা উপজেলা চুমুরদী ইউনিয়নের গ্রামের মৃত্যু: মাজেদ শেখ,ছেলে মোঃ শামীম শেখ (৩০),নামের ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের ভাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বাংলাদেশে প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এবং র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।