স্টাফ রিপোর্টার
বরিশালের বানারীপাড়া উপজেলা মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট অভিযানে অবৈধ বাঁধ জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। ১০ ডিসেম্বর বুধবার সকাল ৬ টা থেকে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে দেশী প্রজাতির মাছ রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দিকনির্দেশনায় ও উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে এক অভিযান পরিচালিত হয়। এ সময় ইলুহার ইউনিয়নের নান্দুহার খালে থেকে অবৈধ বাঁধা জাল জব্দ করা হয়। এ ছাড়াও সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে ৩ টি কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ অফিসার প্রতুল জোদ্দার, ক্ষেত্র সহকারী জয়দেব সমদ্দার, মেরিন ফিশারিজ সহকারী হুমায়ুন কবির, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী এনামুল কবির।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো: নাসির উদ্দিন জানান, বিভিন্ন সময় আমরা বাজারে অভিযান চালিয়ে জাটকা, ক্ষতিকর জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। এছাড়াও নদীতে অভিযান চালিয়ে অবৈধ বেহুন্দী, কারেন্ট, চরঘেরা জাল জব্দ করা হয়েছে। আমাদের অভিযান ও বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিত চলমান।
এলাকার সচেতন মহল জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় সরকার ও মৎস্য দপ্তর এই প্রকল্প যে ভাবে কাজ করে যাচ্ছে এতে করে আবার বিলুপ্ত দেশীয় প্রজাতির মাছের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সামনে আরো বৃদ্ধি পাবে। তবে এর কার্যক্রম বন্ধ হয়ে গেলে আবারও আগের মত বিলুপ্ত হবে।