মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও পৌর শহরের সরকারপাড়ার পুরাতন হাফেজিয়া মাদ্রাসা মেসের মধ্যে ৪ স্কুল ছাত্রকে আটকে রেখে চাঁদা দাবি করে মারপিটের অভিযোগে মামলা দায়ের করা হয়।
ভুক্তভোগী ছাত্র মো: তাবাসসুম ইলাম তাহার পিতা মো: সোহরাওয়ার্দী বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় ৪ জনের নাম উল্লেখ করে এ মামলাটি দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, ২১ জানুয়ারী রোববার সন্ধায় মো: তাবাসসুম ইসলাম তাহা (১৮) ও তার বন্ধু মো: লিওন ইসলাম (১৮) প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে তাদের মো: বিশাল (২২) সহ ৪ যুবক আটকিয়ে পৌর শহরের সরকারপাড়া পুরাতন হাফেজিয়া মাদ্রাসার মেসে নিয়ে যায়।
সেখানে পূর্ব থেকেই মো: হানিফ ও প্রসাদ নামে ২ জন সহ মোট ৪ স্কুল ছাত্রকে আটকিয়ে প্রত্যেকের কাছে ১০ হাজার টাকা করে চাঁদা দাবি করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। টাকা না পেয়ে ছাত্রদের মারপিট করতে থাকে আসামীরা। বিষয়টি তাবাসসুমের পরিবার জানার পর পুলিশে খবর দিয়ে তার বাবা ও মা সরকারপাড়াস্থ ঐ মেসে যান। সেখানে গিয়ে দেখতে পান আসামীরা তাদের ছেলে সহ মোট ৪ জন ছাত্রকে আটকিয়ে রেখেছেন।
পুলিশ ঘটনাস্থল থেকে ঐ ৪ স্কুল ছাত্রকে উদ্ধার করে মামলার আসামী সরকারপাড়া মহল্লার আমিনুল ইসলাম ওরফে রাজের ছেলে মো: বিশাল (২২), একই মহল্লার মো: রফিকুল ইসলামের ছেলে মো: সাব্বির (২৩) ও মো: আব্দুল মালেকের ছেলে মো: মাসুদ (২২) কে গ্রেফতার করে। এ সময় অপর আসামী ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া রোডের রাম বাবুর গোডাউন এলাকার মো: মুরাদ (২০) কৌশলে পালিয়ে যায়।