মোঃ রিপন শেখ , ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় কেক কাটা আলোচনা সভা ও র্ালী অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার বেলা ১১ টার সময় ভাঙ্গা উপজেলা হল রুমে প্রতি বছরের ন্যায় এ বছরও জাঁকজমক পূর্ণ ভাবে অনুষ্ঠানটি পালন করা হয়।
দৈনিক যুগান্তর এবং যমুনা টিভির ভাঙ্গা প্রতিনিধি হাজী আব্দুল মান্নান এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরতে খুদা, ভাঙ্গা উপজেলা এ্যাসিল্যান্ট ভূমি মেসকাতুল জান্নাত রাবেয়া , ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুনুর রশিদ ও ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আনাম মোঃ আবু সাঈদ,ও ভাঙ্গার প্রেসক্লাবের সভাপতি মোঃ কিবরিয়া বিশ্বাস,ভাঙ্গা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মজিবুর মুন্সি, সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
আরো পড়ুন, দৈনিক তালাশ টাইমস্ এ
সভায় বক্তারা দৈনিক যুগান্তরের ২৫ বছর পদার্পণের উপলক্ষে যুগান্তরের সফলতা কামনা করেন। তাছাড়া যুগান্তরের প্রতিনিধিরা দেশের সকল সত্য তথ্য ও উপাধ্য উদঘাটন করে প্রকাশ করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর যমুনা গ্রুপের কর্নধর ও দৈনিক যুগান্তরের স্বপ্ন দ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল সাহেবের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
আলোচনা সভা ও দোয়া শেষে উপজেলা সাংবাদিকবৃন্দ একটি র্যালী বের হয়ে উপজেলা পরিষদ সামনে হতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।