মো: খোরশেদ আলম, ময়মনসিংহ ব্যুরো প্রধান
অদ্য ৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জামালপুর কতৃক অত্র বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিউর রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, জামালপুর।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহনাজ ফেরদৌস, সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার, জামালপুর সদর। আ: মোঃ আবদুল মান্নান, প্রধান শিক্ষক, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ, ছাত্রী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জামালপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শফিউর রহমান কৃতী ছত্রীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।