মোঃ মামুনুর রশিদ, স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুরের নবাবগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় নতুন কমিটিতে দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা সংবাদদাতা সুলতান মাহমুদ সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি আতিকুল ইসলাম চৌধুরী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। আগামী ২ বছরের জন্য গঠিত এ কমিটিতে সহ সভাপতি হাসিম উদ্দিন(এশিয়ান টিভি), যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম রাজু(দৈনিক কালবেলা), সাংগঠনিক সম্পাদক লিটন পাল চৌধুরী, দপ্তর সম্পাদক ও কোষাধ্যক্ষ রেজাউল করিম(স্বাধীন), কার্যকরী সদস্য অধ্যক্ষ বিপ্লব কুমার সাহা, দিলদার হোসেন, দিপক কুমার মোহন্ত নির্বাচিত হন।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।