মোঃ রেজাউল করিম, বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ে এস এস সি -২০২৪ পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১:০০ ঘটিকার সময় অত্র বিদ্যালয়ের ভিতরে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান চলাকালীন সময়ে সকল শিক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র হাতে তুলে দেন এবং বিদায় শিক্ষার্থীদের মাঝে গোলাপ ফুল দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। প্রতিবছরের মতো এবছর জেনারেল বিভাগ হতে ২৫২ জন ও ভোকেশনাল বিভাগ হতে ৮৩ জনসহ মোট ৩৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবেন বলে জানা যায়।
এসময় মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব শাকিলা বিনতে মতিন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সভাপতি বিদ্যালয় পরিচালনা পরিষদ, বিশেষ অতিথিঃ জনাব মোঃ মাসুদুর রহমান সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মির্জাপুর, টাংগাইল, জনাব মোঃ নজরুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মির্জাপুর, টাঙ্গাইল।
এছাড়াও উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব প্রফুল্ল কুমার সরকার এবং শিক্ষক শিক্ষিকা মন্ডলীসহ বিদায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করে সকল শিক্ষক শিক্ষিকা ও সকল ছাত্র ছাত্রীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।