ঢাকাবৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা শান্তী মুর্মুকে সংবর্ধনা প্রদান

50
admin
ফেব্রুয়ারি ৮, ২০২৪ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

ভ্রাম্যমান প্রতিনিধি, রংপুর

“জয়িতা অন্বেষনে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় রংপুর বিভাগীয় পর্যায়ে সফল জননী নারী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পাওয়া শান্তী মুর্মুকে সংবর্ধনা দেয়া হয়েছে। আজ ৭ ই ফেব্রুয়ারি ২০২৪ বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে শ্রেষ্ঠ জয়িতা শান্তী মুর্মুর হাতে ফুলের তোড়া ও উপহার সামগ্রী প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন উপস্থিত ছিলেন।

সফল জননী শান্তী মুর্মু (১০২) বিরামপুর পৌর এলাকার বেলডাঙ্গা এলাকার মৃত জলপা মুর্মুর স্ত্রী। তিনি একজন সফল জননী । তার ৯ সন্তানের মধ্যে ৪ ছেলে ও ৫ মেয়ে তারা সকলে উচ্চ শিক্ষিত এবং কর্মজীবনে রয়েছেন।

উল্লেখ্য, ২০২২ইং সালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় বিরামপুর দিনাজপুরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় প্রথমে উপজেলা ও পরে জেলা পর্যায়ে সফল জননী নারী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পায় শান্তি মুর্মু। গত (৩১জানুয়ারি ২০২৪) বুধবার দুপুরে আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে এবং বিভাগীয় কমিশনারের কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুর এর আয়োজনে বিভাগীয় পর্যায়ে সফল জননী নারী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়।

রংপুর বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা অনুষ্ঠানে রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, বিপিএম পিপিএম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান, বিপিএম (বার) পিপিএম (বার), মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক জাকিয়া আফরোজ প্রমুখ।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।