ঢাকারবিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা২ উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

50
admin
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আসলাম খান, কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়ায় “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনঃএকত্রীকরণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাক-এর যৌথ অর্থায়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা২ এর আয়োজন করে।গত বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার ৫নং বালাপাড়া ইউনিয়ন পরিষদের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় প্রকল্পের বিস্তারিত আলোচনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা২ এর (এম আর এস সি- রংপুর) কো-অর্ডিনেটর শাহ্ মোহাম্মদ খায়রুল হাসান। বিদেশ-ফেরত অভিবাসীদের জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা২ এ প্রকল্পের মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, বিদেশ-ফেরত অভিবাসীদের মনোসামাজিক কাউন্সেলিং, সামাজিক পুনঃএকত্রীকরণ সেবা এবং অর্থনৈতিক পুনঃএকত্রীকরণ সহ বিভিন্ন প্রশিক্ষণ বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৫নং বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আনছার আলী, আরো উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের সচিব জনাব মোঃআকরাম হোসেন, ব্র্যাক কাউনিয়া অফিসের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা ২ এর পিও সেলিম আহমেদ, ইউপি সদস্যবৃন্দ, শিক্ষক, রাজনৈতিক ব্যাক্তি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, নারী নেত্রী ও বিদেশ ফেরত অভিবাসী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন,কাউনিয়া উপজেলাতে বিদেশগামী অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা দিন দিন বাড়ছে আর তাদের নিরাপদ অভিবাসন নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছে ব্র্যাক মাইগ্রেন প্রোগ্রাম, প্রত্যাশা২। ইউপি সদস্য এসএম মোঃ আমিরুল ইসলাম বলেন “জেনেবুঝে বিদেশ গেলে লাভ হয় আর অনিয়মিত গেলে ক্ষতির সম্ভাবনা বেশি ও ঝুঁকি ও বাড়ে। সরকারের জনশক্তি কর্মসংস্থান ও প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান ব্যুরো, টিটিসি নিরাপদ অভিবাসন নিয়ে তথ্য ও পরামর্শ ও সাহায্য সহযোগীতা করে নিরলস কাজ করে যাচ্ছে”।  নিরাপদ অভিবাসন নিশ্চিতে আমাদের পক্ষ থেকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা২ কে সকল প্রকার সহযোগিতা করা হবে। এ সময় উপস্থিত ব্যক্তিরা ব্র্যাকের অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনঃএকত্রীকরণ নিয়ে জনকল্যাণমূলক কাজ করার জন্য ব্র্যাকের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাদের সকল ভালো কার্যক্রমে পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।