মোঃ সুজন আহমেদ, বেনাপোল প্রতিনিধি
গ্রেফতারকৃত সোহান শার্শার উপজেলার দাউদখালী গ্রামের ডাবলু রহমানের ছেলে।পুলিশ জানায়, গত শুক্রবার (২৩ফেব্রুয়ারি) সোহান ঐ স্কুল ছাত্রীকে বিয়ে করবে বলে মিথ্যা প্রলোভনে তার নানা বাড়ি নিয়ে যায়। সেখানে মেয়েটিকে রাতে তার নানা বাড়িতে রেখে জোর পূর্বক শারীরিক সম্পর্ক করে। পরদিন শনিবার সকালে সোহান তার মামাতো বোনকে দিয়ে ঐ ছাত্রীকে তার বান্ধবীর বাড়ি রেখে আসে।
এ ঘটনায় শনিবার (২৪ ফেব্রুয়ারি) শার্শা থানায় একটি মামলা হয়েছে এবং শারিরীক পরীক্ষার জন্য ঐ তরুণীকে যশোরে পাঠানো হয়েছে। রোববার (২৫ফেব্রুয়ারি) রাতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আলহাজ আলীর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে গভীর রাতে সোহানকে আটক করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, আসামিকে আটক করা হয়েছে । যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।