মোঃ খান সোহেল (নেত্রকোণা প্রতিনিধি):
নেত্রকোণা বারহাট্টায় থানায় পৃথক অভিযানে ২০০ গ্রাম গাঁজা ও ১৬ পুরিয়া হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে তাদের বারহাট্টা উপজেলার সিংধা ও বারহাট্টা সদর ইউনিয়ন থেকে আটক করা হয়।আটকৃতরা হলো,সিংধা ইউনিয়নের ভাটি নোয়াপাড়া গ্রামের আব্দুর রশীদের ছেলে এম এ এ নয়ন (৪২)।মোহনগঞ্জের মাইলোড়া এলাকার বুলবুলের ছেলে টিপু(৩৬) ও পূর্ব টেংগাপাড়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে আকাশ মিয়া(২৪)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বারহাট্টা সদরের গোপালপুর পশ্চিম বাজার এলাকায় অভিযান চালালে ৮ পুরিয়া করে মোট ১৬ পুরিয়া হিরোইন সহ টিপু ও আকাশকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, সিংধা ইউনিয়নের ভাটি নোয়াপাড়া এলাকায় গাঁজা বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এম এ এ নয়নকে নিজ বাড়ি থেকে গাঁজ সহ আটক করা হয়।বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, আটক হওয়া আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।