ঢাকাসোমবার , ৪ মার্চ ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

প্রায় অর্ধ সহস্র ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মাহাবুব গ্রেফতার

50
admin
মার্চ ৪, ২০২৪ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ রিপন শেখ, (ভাংগা)ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে বিশেষ অভিযান চালিয়ে ৪৫৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ। রবিবার (৩ মার্চ) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • গ্রেপ্তারকৃত হলেন- ভাঙ্গা উপজেলার দেওরা এলাকার বাসিন্দা প্রয়াত ফজলুল হক মাতুব্বরের ছেলে মাহাবুব মাতুব্বর (৪০)।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ০৩/০৩/২০২৪ ইং তারিখে ভাংগা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখা পুলিশের একটি টিম। এ সময় মাহাবুব মাতুব্বরের দেহ তল্লাশী চালিয়ে ৪৫৫ পিস ইয়াবা জব্দ শেষে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ভাংগা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে, সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়।

মাহাবুব গোপন পেশা হিসাবে, অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সাথে সক্রিয় ভাবে জড়িত বলে প্রমাণ পেয়েছে পুলিশ। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, মাহাবুবের পরিবারে ১৫/১৬ জন সদস্য থাকলেও, তাদের কারোরই বৈধ উপার্জন নেই। বৈধ উপার্জন ছাড়া কিভাবে তারা সচ্ছলভাবে জীবনযাপন করে? তা ক্ষতিয়ে দেখতে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি করেছেন এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।