ঢাকাশুক্রবার , ৩ মে ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে জাল সনদে বাল্য বিয়ের চেষ্টা কনের বাবাকে কারাদন্ডও বরকে জরিমানা

50
admin
মে ৩, ২০২৪ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

বালিয়াকান্দি রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জাল জন্ম সনদে সপ্তম শ্রেণীতে পড়–য়া স্কুল ছাত্রীকে বাল্য বিয়ের আয়োজন করায় কনের বাবা মোঃ সামাদ মন্ডলকে ৬ মাসের কারাদন্ডও বর শাওন শেখকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সেই সাথে বিয়ের অনুষ্ঠানও বন্ধ করে দেয়া হয়েছে। মোঃ সামাদ মন্ডল উপজেলার বহরপুর ইউনিয়নের নতুনচর গ্রামের মৃত সন্তোষ মন্ডলের ছেলে আর বর শাওন উপজেলার ইসলামপুর ইউনিয়নের সারুটিয়া গ্রামের চাঁদ আলী শেখের ছেলে ।

শুক্রবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাসিবুল হাসান এ জরিমানা করেন।

বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাসিবুল হাসান বলেন, শুক্রবার উপজেলার বহরপুর ইউনিয়নের নতুন চর গ্রামে বাল্য বিয়ের আয়োজন চলছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হলে মেয়ের পরিবার একটি জন্ম সনদ দেখিয়ে মেয়েটিকে প্রাপ্ত বয়স্ক দাবি করেন। এ অবস্থায় মেয়েকে দেখে সন্দেহ হলে সনদটি পর্যবেক্ষণ করে দেখা যায় সনদটি জাল।

এ অবস্থায় মেয়ের পরিবারকে পূনরায় জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন যে, জন্ম সনদটি জাল জন্ম সনদটি জাল ও তার মেয়ে সপ্তম শ্রেণীতে পড়ালেখা করে। এ ক্ষেত্রে এ জাল সনদটি ব্যবহার করে ওই মেয়েকে প্রাপ্ত বয়স্ক হিসাবে দেখানো হয়েছে।

এ বিষয়ে মেয়ের বাবাকে ৬ মাসের কারাদন্ড ও বরকে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

জাল সনদ তৈরিতে বিরুদ্ধে ব্যবস্থা নিতে বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যনকে বলা হয়েছে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।