নিজস্ব প্রতিবেদক
ভোলা চরফ্যাসন শশীভূষণ থানার ৭নং ওয়ার্ডস্থ উত্তর চর আইচায় বসবার করতেন রেশনা বেগম নামে (৫০)বছরের এক নারী।দীর্ঘদিন ধরে যৌতুকের টাকার জন্য পাষান্ড স্বামী প্রতিদিন নির্যাতন সহ মারধর করেন।আমি বাধ্য হয়ে মোকাম চরফ্যাসন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি,মামলা নং সি আর নং ৭৩০/২০২৩ইং ধারা নিরোধ আইনের ৩ ধারা ও দঃ বিঃ আইনের ১০৯ ধারা।
মারধরের বিষয়ে রেশনা বেগম এর কাছে জানতে চাইলে তিনি বলেন,বিবাহের পর থেকেই খুটিনাটি বিষয়ে যৌতুকের টাকার জন্য প্রতিদিন আমার স্বামী আমাকে নির্যাতন ও মারধর করেন,নির্যাতন সজ্জ করতে না পেরে গত ৫/১০/২০২৩ ইং তারিখেমোকাম চরফ্যাসন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি।
আরো পড়ুন, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ফরিদপুরে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
মামলা করার পরে দীর্ঘদিন যাবত পালিয়ে থাকার পর গত ৫ মে রবিবার সকালে কোর্টে আত্নসমর্পণ করতে গেলে পুলিশ তাতক্ষণিক রাসেলকে গ্রেফতার করেন বলে জানান তিনি।