- স্টাফ রিপোটার
কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় পৌর সভা সৈয়দ গাও পূর্ব পাড়া সাবেক ফজলুল হক পল্টু কমিশনার বাড়ি জোরপূর্বক জমি দখল, ভাংচুর, লুটপাটের অভিযোগে দ্রুত বিচার আইনে কিশোরগঞ্জ আদালতে মামলা করেন । ভুক্তভোগী থানা অভিযোগ বিচার নালিশ করে কোন প্রতিকার পাচ্ছে না, প্রতিপক্ষ দখল নিতে একের পর এক চক্রান্ত করে হামলা ও লুটপাট করছে।
এমনকি প্রতিনিয়ত হুমকি ধামকি দেয়া হচ্ছে। আজ সোমবার (৩ জুন) বিকেলে ভুক্তভোগী পরিবার নিরাপত্তা চেয়ে পাকুন্দিয়ায় মহিলা মডেল মাদ্রাসায় সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জমির মালিক কাতার প্রবাসী ইসলাম মিয়া স্ত্রী বিলকিস বেগম বলেন, গত ১ জুন(শনিবার ) দুপুর ১২ টার দিকে পাকুন্দিয়া পৌর সভা ৯ নং ওয়ার্ড সৈয়দ গাও পূর্ব পাড়া সাবেক ফজলুল হক পল্টু কমিশনার বাড়ি অবস্থিত টিনের ঘরে পূর্ব পরিকল্পিত বেআইনি ভাবে জবরদখল নিতে বাড়িতে জোরপুর্বক প্রবেশ করে আমার বাড়ি নির্মান কাজে জন্য রক্ষিত রড়, সিমেন্ট , ইট সহ ৬ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়, তাদের উপর হামলা চালায় দুর্বৃত্ত।
এই জমি ও বাড়িটি মালিক ইসলাম মিয়া দীর্ঘদিন যাবত কাতর প্রবাসী থাকায় তার স্ত্রী বিলকিস বেগম নিরীহ পেয়ে প্রবাসী ইসলাম মিয়ার ভাই আসামী সৈয়দ মিয়া, তার ছেলে রাজিব, আজিদ, ও চাচাতো ভাই মজলু,জালাল উদ্দিন, শহিদ, জয়নাল, জোৎস্না লাবলী, লিপা সহ স্থানীয় প্রভাবশলী নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বিলকিস বেগম কে উচ্ছেদ করতে সন্ত্রাসী বাহিনী নিয়ে বাড়িতে অতির্কিত হামলা চালিয়ে লুটপাট, ভাংচুর করা হয়। এসময় বিলকিস বেগম তার মেয়ে নিশি আক্তার উপর লাঠি-সোঠা দিয়ে বেধড়ক মারধর করে আহত করে সৈয়দের গং সমর্থকরা। তাদের বাঁচাতে আরও কয়েকজন ঘটনাস্থলে আসলে তাদেরকেও মারধর করে সন্ত্রাসী বাহিনী সৈয়দ লোকজন। এ ঘটনায় বিলকিস পক্ষের দুই জনকে আহত করে প্রায় ৬লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ।
তিনি দাবি করেন, বর্তমানে সৈয়দ মিয়া ও তার ভাড়াটে সন্ত্রসী কারণে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আমার বাবার বাড়ি উপজেলা সুখিয়া গ্রামে বসবাস করছি, আমি প্রতিপক্ষের বিভিন্ন ষড়যন্ত্র থেকে রক্ষায় জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীসহ কিশোরগঞ্জ ২ আসনে এমপি এড. সোহরাব উদ্দিন সাহেবের সুদৃষ্টি কামনা করছি। সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, ভুক্তভোগী বিলকিস বেগম তার দুই মেয়ে ও ছেলে উপস্থিত ছিলেন ।