জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরায় অভিযান চালিয়ে দুটি পলিথিন কারখানা সিলগালা করেছে টাস্কফোর্স। এসময় কারখানা দুটির মালিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। রোববার (১৪ জুলাই) রাতে সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এসময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সংশোধিত ২০১০ এর ৬ (ক) ধারার ১৫ (১) মোতাবেক কারখানা মালিক বাগেরহাট সদর উপজেলার মোঃ ফজলুর রহমানকে ১৫ দিন ও সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতার আব্দুর রাজ্জাককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে পলিথিন তৈরীর কাঁচামাল হিসেবে ব্যবহৃত ১৪ বস্তা পিপি প্যাকেট, ১২৮ বস্তা পিপি দানা প্যাকেট ও ০২টি পলিথিন তৈরীর মেশিনসহ কারখানা সিলগালা করা হয়। অভিযানকালে আরও উপস্থিত ছিলেন বিজিবি’র সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মাহমুদুল হাসান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম প্রমুখ।