ডাউয়াবাড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুর ও বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতনের মামলার সুষ্টু তদন্ত ও আসামীদের গ্রেফতারের দাবিতে নীলফামারীর জলঢাকায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার ১২-জানুয়ারী বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জানাগেছে,গত ১৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা নেতৃত্বে ডাউয়াবাড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুর ও বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতন চালানো হয়।পরবর্তীতে একটি মামলা হয়। মামলার সুষ্ঠু তদন্ত এবং আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জলঢাকা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ ময়নুল ইসলাম।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি রশিদুল ইসলাম বাঙ্গালি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজুল ইসলাম সেবু চৌধুরী,পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার ভুট্টু।
পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এটিএম আউয়াল বিএসসি,ডাউয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি রোকনুজ্জামান সেলিম,সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সাজুসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।