টাঙ্গাইলের ধনবাড়ী থানা পুলিশ আটচল্লিশ পিছ ইয়াবাসহ দুই জন আসামি গ্রেফতার করে টাঙ্গাইল জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে ।
গোপন সূত্রে খবর পেয়ে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ এর নেতৃত্বে রবিবার (১৮ জানুয়ারী) ভোররাতে এসআই মনজুরুল , এএসআই আব্দুল হাকিম সঙ্গীয় ফোর্স নিয়ে বলিভদ্র ইউনিয়নের গনিপুর সাকিনে অভিযান পরিচালনা করে ক্রয় বিক্রেয়ের উদ্দেশ্যে সঙ্গে থাকা আটচল্লিশ পিস ইয়াবাসহ ০২ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন ।
আসামি দ্বয়ের নাম ঠিকানা ও মামলার বিবরণে জানা যায়, ১/মোঃ রাসেল মন্ডল ওরফে সোনা মন্ডল (৩৬) , পিতা – হবি মন্ডল গ্রাম গনিপুর , উপজেলা -ধনবাড়ী, জেলা- টাঙ্গাইল; টাঙ্গাইল এর ধনবাড়ী থানার এফ আই আর নং ০৩ , তারিখ ১৮ জানুয়ারী ২০২৫ । ২/ বিপ্লব (৩৮) , পিতা – খন্দকার শামসুল হক, গ্রাম- জোতকাশি , উপজেলা – ধনবাড়ী, জেলা – টাঙ্গাইল; টাঙ্গাইলের ধনবাড়ী থানার জি আর নং ০৩ , তারিখ ১৮ জানুয়ারি ২০২৫ । উভয় আসামিকে ভোর রাত ০৩ টায় গ্রেফতার করা হয় এবং মামলার ধারা – ৩৬(১) সারণির ১০(ক) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ টাঙ্গাইল জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় ।