ঢাকামঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিনে ওয়ারেন্টভুক্ত ১০ মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

50
আবদুল মান্নান,স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২১, ২০২৫ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

ভোলার তজুমদ্দিনে র্যাবের অভিযানে ডাকাত দলের সরদার মো.আব্বাস ডাকাত (৩৫) গ্রেফতার করেছে র্যাব-৮ এর একটি টিম।

গত সোমবার (২০ জানুয়ারি) বিকেল ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ বরিশালের অধীনস্থ র্যাব ক্যাম্প, ভোলার একটি আভিযানিক টহল দল তজুমুদ্দিন উপজেলার গোলকপুর গ্রামের মুচি বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১০ মামলার আসামি মো. আব্বাস ডাকাতকে গ্রেফতার করা হয়।

মো.আব্বাস ডাকাত উপজেলার সোনাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর চাপড়ি গ্রামের বাসিন্দা মো. বাবুল মাঝির ছেলে। র্যাব সূত্রে জানা যায়,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ভোলা জেলাসহ আশপাশের জেলার বিভিন্ন থানায় ডাকাতি, চাঁদাবাজি, হত্যার উদ্দেশ্যে মনুষ্য হরন বা অপহরন, বিষাক্ত দ্রব্য ব্যবহারের মাধ্যমে চুরি, সরকারী কর্মকর্তাকে তাহার কর্তব্য কাজে বাধাদান পূর্বক আঘাত করাসহ বিভিন্ন মারামারির ঘটনায় মোট ১০টি মামলা রয়েছে।

এসকল মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ছিলেন তিনি। দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলাবাহিনীর হাত থেকে পলাতক থাকলেও ডাকাত মো. আব্বাস ভোলায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলেন। তিনি একজন দুর্ধর্ষ ডাকাত। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তজুমদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।