এম.সাইদুর রহমান-ক্রাইম রিপোর্টার:
পটুয়াখালীর বাউফলে নবারুন সার্ভে এন্ড পলিটেকনিক ইস্টটিটিউটের ডিপ্লোমা –ই– ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় সর্বোচ্চ ফলফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ এবং প্রথম পর্বের নবগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টার দিকে ইনস্টিটিউট চত্বরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী।
ইস্টটিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এমকে আর হাসনাইনের সভপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইস্টটিটিউটের অধ্যক্ষ রওশন আরা মুন্নি,মোঃ গোলাম মোস্তফা চেয়ারম্যান মদনপুরা ইউনিয়ন পরিষদ ও উপদেষ্টা নবারুণ ইনস্টিটিউট,মোঃ এনায়েত হোসেন সানা,উপদেষ্টা নবারুণ পলিটেকনিক ইনস্টিটিউট,কামরুজ্জামান বাচ্চু সভাপতি বাউফল প্রেসক্লাব ও উপদেষ্টা নবারুণ পলিটেকনিক ইনস্টিটিউট,সাংবাধিক এবিএম মিজানুর রহমান মিজান উপদেষ্টা নবারুণ পলিটেকনিক ইনস্টিটিউট বাউফল, প্রেসক্লাব বাউফলের সভাপতি আরিফুজ্জামান খান রিয়াদ,সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রুবেল, ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের প্রভাষক জলিল তালুকদার,ধানদি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকমনজুর মোর্শেদ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সাংবাদিকবৃন্দ। সভাটি সাংস্কৃতিক অনষ্ঠান সহ বিভিন্ন আনন্দ উজ্জীপনার মধ্যে দিয়ে শেষ হয়।