নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের শাহজাদপুরে ফেরদৌস আলী (১৮) নামে এক নিরাপত্তা প্রহরীর নিখোঁজের ৫দিন পর মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার গাড়াদহ ইউনিয়নের রংপুর-নগরবাড়ি মহাসড়কের তালগাছী এলাকায় মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়।
ফেরদৌস আলী, গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি আরকে টেক্সটাইল মিলের নিরাপত্তাপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করে নিহতের পরিবার সূত্রে জানান, শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় আর কে টেক্সটাইল মিলে ডিউটি করতে যান ফেরদৌস। এরপর সকাল হয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায়, পরিবারের লোকজন গিয়ে মিলে না পেয়ে, থানায় নিখোঁজের একটি ডায়েরি করেন। এ ঘটনায় উপজেলার ঘোড়শাল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মামুনকে (৩০) আটক করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যে আরকে টেক্সটাইল মিলের ভিতরে মাটির নিচে পুঁতে রাখা, ফেরদৌসের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।