ঢাকামঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২৫
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্র আইনের মামলাতেও খালাস পেলেন বাবর

50
 মোঃ খান সোহেল স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১৪, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

বহুল আলোচিত চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় অস্ত্র আইনে করা মামলাতেও খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। মঙ্গলবার আলোচিত এ মামলার রায় ঘোষণা করে হাইকোর্ট। এতে বাবরসহ ৫ জনকে খালাস দেওয়া হয়েছে।

আর এ মামলায় ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াসহ ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এর আগে এ ঘটনায় অস্ত্র চোরাচালানের মামলায় গত বছরের ১৮ ডিসেম্বর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও এনএসআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরীসহ পাঁচজনকে খালাস দেয় আদালত। ফলে আলোচিত এ ঘটনার দুটি মামলাতেই উচ্চ আদালতের রায়ে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর।

বাবরের আইনজীবী শিশির মুনির জানিয়েছেন, হাইকোর্টের রায়ের কপি কেরাণীগঞ্জ কারাগারে পৌঁছালে যে কোনো সময় মুক্ত হবেন বাবর।

২০১৪ সালের ৩০ জানুয়ারি ১০ ট্রাক অস্ত্র আটকের দুই মামলার মধ্যে চোরাচালান মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াসহ ১৪ আসামিকে মৃত্যুদণ্ড দেন চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল-১। আর অস্ত্র মামলায় ১৪ আসামিকেই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) জেটি ঘাট থেকে আটক করা হয় ১০ ট্রাকভর্তি অস্ত্রের চালান। পরে এ ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা হয়।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।